নির্যাতনে মৃত্যুর ঘটনায় এসআই দেবাশীষ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় এসআই দেবাশীষ সূত্রধরকে প্রত্যাহার করা হয়েছে। রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ।
তিনি জানিয়েছেন, এসআই দেবাশীষ সূত্রধরকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে দ্রুত পুলিশ লাইনে যুক্ত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। মূলত উজির মিয়া মৃত্যুর ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গেল বুধবার ওই এসআইকে দিরাই থানায় বদলি করা হয়।
জানা যায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরু চুরির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ৯ ফেব্রুয়ারি উজির মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য তিনজন হলেন এলাকার শহীদ ইসলাম, আক্তার মিয়া ও শামীম মিয়া।
তাদের মধ্যে উজির, শহীদ ও আক্তার ১০ ফেব্রুয়ারি জামিনে ছাড়া পান।
জামিনে মুক্তির ১১ দিনের মাথায় মৃত্যু হয় উজিরের। মৃত্যুর পর স্বজনরা অভিযোগ করেন, থানায় নির্যাতনের কারণে মারা গেছেন তিনি। লাশ নিয়ে স্থানীয় লোকজন সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গত বুধবার এসআই দেবাশীষকে শান্তিগঞ্জ থেকে দিরাই থানায় বদলি করা হয়। দেবাশীষের দিরাইয়ে বদলি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে দেখা যায় স্থানীয়দের।
তবে উজিড় মিয়ার নির্যাতনে মৃত্যু হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে পুলিশ। পুলিশ দাবি করে, জামিনের ১১ দিন পর কারও মৃত্যু হলে তাদের ওপর কোনো অভিযোগ আসতে পারে না।