সারাদেশ

দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ::

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
শনিবার (১২ মার্চ) বিদ্যালয়ের খেলার মাঠে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও গোলক নিক্ষেপ ইভেন্টের মাধ্যমে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। মহান স্বাধীনতা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কার্যক্রম শুরু করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. নূরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও মাহমুদুর রহমান মামুন। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাজিয়া বেগম, বর্তমান সহকারী প্রধান শিক্ষক লালবাঁশী দাস, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, মো. নূরুল ইসলাম, অজয় সিংহ রায়, তানজিনা সরকার, কালিপদ দাস, রফিকুল ইসলাম, সহকারী গ্রন্থাগার গৌরাঙ্গ পদ সরকার, দিরাই রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি রুকনুজ্জামান জহুরী সহ শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপ থেকে প্রতিযোগিতায় সর্বমোট ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। আগামী ১৯ মার্চ শনিবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap