সারাদেশ

দিরাইয়ে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

দিরাই প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হয়েছে।
রবিবার দুপুর ১টায় উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর শিব মন্দির মাঠে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, ডিলার আফজাল আহমেদ প্রমুখ।
ইউএনও মাহমুদুর রহমান মামুন জানান, প্রথম দিনে করিমপুর ইউনিয়নের কার্ডধারীদের মধ্যে ৩৬৯ জন ও রফিনগর ইউনিয়নে ৫৫০ জনের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। পর্যায়ক্রমে সকল কার্ডধারীদের পণ্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। পণ্য বিক্রিতে কোন ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য কঠোর নজরদারি করা হচ্ছে।
জানা যায়, প্রতি প্যাকেটে ২ লিটার সয়াবিন তেল ১১০ টাকা মূল্যে, ২ কেজি চিনি প্রতি কেজি ৫৫ টাকা ও ২ কেজি মসূর ডাল প্রতি কেজি ৬৫ টাকা করে বিক্রি করা হচ্ছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap