দিরাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ও মুতাঃ ১ম বর্ষের ছাত্রীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত রবিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাহমুদুল হোসেন সেজু, পরিচালনা কমিটির সদস্য আবদুল আলেখ, আব্দুল কাহার, হাজী আব্দুল মমিন, ক্বারী কমর উদ্দিন নোমানী, সাবেক ইউপি সদস্য হাজী বুরহান উদ্দিন, ছামিরুল ইসলাম, মাওলানা বশির উদ্দিন, শরীফপুর দিরাই পাবলিক গ্রুপের প্রতিষ্ঠাতা এহিয়া আহমদ লিটন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা মিজানুর রহমান, নাজিমে তালিমাত মাওলানা সাব্বির আহমদ, হাফিজ মাওলানা সুলাইমান আহমদ, হিসাব রক্ষক মাওলানা এম এ জাহির, হিফজ বিভাগের প্রধান হাফিজ মাওলানা মামুনুর রশীদ, সহকারী শিক্ষক মাওলানা আবদুল বাসিত প্রমুখ। আলোচনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। শেষে ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে দোয়া করা হয়।