জাতীয়

দিরাইয়ে ফের একই ব্যক্তিকে একমিনিটের ব্যবধানে দুই ডোজ করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফের একই ব্যক্তিকে এক মিনিটের ব্যবধানে করোনার দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চরম দুঃচিন্তায় শয্যাশায়ী টিকা গ্রহীতা দিনমজুর খসরু মিয়া (৩৫)। তিনি দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। মঙ্গলবার কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম চলাকালে নতুন কর্ণগাঁও কমিউনিটি ক্লিনিক টিকাকেন্দ্রের বুথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খসরু মিয়া বলেন, তিনি দিনমজুর মানুষ। আজ (মঙ্গলবার) দুপুরে গ্রামের পাশের কমিউনিটি ক্লিনিকে করোনার ১ম ডোজ টিকা নিতে যান। ডান হাতে টিকা নেওয়ার পর টিকার কার্ড ফেরত আনতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় টিকাদানকারী আবার তাঁকে বসতে বলেন। তিনি বসলে একই হাতে আরেকবার টিকা দিয়ে দেন। এ সময় তিনি টিকা নেওয়ার কথা জানালেও টিকাদানকর্মী তাতে কর্ণপাত না করে দ্বিতীয়বার টিকা পুশ করে দেন। তিনি বলেন, টিকাদান কর্মীকে দুইবার টিকা দেয়ার কথা বললে তিনি অস্বীকার করে আমার সাথে খারাপ আচরণ করেন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাধীন কুমার দাস বলেন, এটা হয়তো অনিচ্ছাকৃত হয়ে গেছে। আমি খোঁজ নিচ্ছি। ওই ব্যক্তির সার্বক্ষণিক খোঁজখবর রাখা হবে।

এরআগে গত ২৮ সেপ্টেম্বর করোনার গণটিকাদান কার্যক্রমে উপজেলার রাজানগর ইউনিয়নের কেসিপি উচ্চ বিদয়ালয়ের টিকাদান কেন্দ্রের একটি বুথে ইউনিয়নের ফাতেমা নগর গ্রামের তারিফ উল্লার ছেলে মো. নানু মিয়াকে একসাথে দুই ডোজ করোনার টিকা প্রদান করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap