দিরাইয়ে মন্ত্রণালয়ের তদন্ত দল
নিজস্ব প্রতিবেদক :: বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় হাওরের বাঁধের কাজের অনিয়ম তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি তদন্ত দল সুনামগঞ্জে এসেছে। ৫ সদস্য’র এ তদন্ত দল বুধবার দিনভর জেলার দিরাই ও শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৬ উপজেলার ১৩টি হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত দলটি সকালে দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বৈশাখী বাঁধ, জারলিয়া বাঁধ ও তুফানখালি বাঁধ পরিদর্শন করেন। এরপর শাল্লা উপজেলার বিভিন্ন হাওর-বাঁধ পরিদর্শন করেন তদন্ত দল।
তদন্ত দলের সদস্যরা হলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আওয়ার উল হালিম ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়েত উল্লাহ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশ্বেরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, বাপাউবো সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবির কুমার গোস্বামী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শামসু্দ্দোহা, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ইউপি চেয়ারম্যান একরার হোসেন প্রমুখ।