জাতীয়

দিরাইয়ে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে হুরামন্দির হাওরের ফসল


দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাতবিলা ৪২ নং পিআইসির বাঁধ ভেঙ্গে তলিয়ে যাচ্ছে হুরামন্দির হাওরের আধাপাকা ধান। রবিবার সন্ধ্যায় বাঁধ ভাঙার খবর শুনে স্থানীয় কৃষকরা দিশেহারা হয়ে মাইকে ঘোষণা দিয়ে বাঁধ রক্ষার প্রানপন চেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারেনি। কৃষকরা জানান, হুরামন্দির হাওরের প্রায় ৩০/৪০ শতাংশ কাঁচাপাকা ধান তাড়াহুড়ো করে কাটা হয়েছে। অনেকেই কাঁচি চালাতে পারেননি। সন্ধ্যায় বাঁধ ভেঙ্গে নিমিষেই তলিয়ে যাচ্ছে তাদের একমাত্র জীবন জীবিকার অবলম্বন বোরো ফসল। তবে পানি উন্নয়ন বোর্ডের দিরাই পওর শাখার উপসহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম জানান, হুরামন্দির হাওরের প্রায় ১২শ হেক্টর বোরো জমির ৭০ শতাংশ ধান কাটা হয়েছে। এখনও কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটা অব্যাহত আছে। জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু পাউবোর দেয়া তথ্য ঠিক নয় উল্লেখ করে বলেন, চোখের সামনে কয়েকটি গ্রামের কৃষকদের সোনার ফসল তলিয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap