জাতীয়
করোনায় আক্রান্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী

কলম শক্তি ডেস্ক ঃ উপসর্গ না থাকলেও পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী ইত্তেফাককে জানান, করোনার কোনো প্রকার উপসর্গ থাকলেও তিনদিন আগে তার রিপোর্ট পজিটিভ আসে। অথচ এর সাতদিন পূর্বের রিপোর্টে নেগেটিভ এসেছিল। ৩/৪ দিন আগে অসুস্থ বোধ করলেও করোনার লক্ষণ ছিলো না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনরায় পরীক্ষায় পজেটিভ এলেও তিনি বর্তমানে সুস্থ আছে। বর্তমানে তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে আছেন।
সূত্র – দৈনিক ইত্তেফাক