ইতালি গমন উপলক্ষে ব্যবসায়ী খালেদ আহমদ জায়িমকে সংবর্ধনা

দিরাই প্রতিনিধি :: দিরাই সেন মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা খালেদ আহমদ জায়িম ইতালি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেনমার্কেটের নিচতলায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুকুল চৌধুরী। সহ সভাপতি শাহ আলম-এর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হিরেন্দ্র দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জাহান মিয়া, কোষাধক্ষ্য রুহুল আমিন, প্রভাষক মো. মোস্তাহার মিয়া মোস্তাক, রাজনীতিক লিপন হাসান চৌধুরী, ব্যবসায়ী তাজুদুর রহমান তাজুল, মাওলানা নুর আলী রায়হান, সমির রঞ্জন দাস, হাফিজ আবুবকর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভা শেষে সংবর্ধীত অতিথি, সেন মার্কেট ব্যবসায়ী সমিতি’র সাবেক সফল কোষাধ্যক্ষ, সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা খালেদ আহমদ জায়িম কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।