জাতীয়

শাল্লায় রাস্তার ব্লক তুলে প্রভাবশালীর বাড়ির দেয়াল নির্মাণ


নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ডুমরা গ্রামের শশাংক চৌধুরীর ছেলে এলাকার প্রভাবশালী চয়ন চৌধুরী এলজিইডি’র সিবিআরএমপি প্রকল্পের রাস্তার পাকা ব্লক তুলে নিয়ে নিজের বসত বাড়ির প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করেছেন। এমন অভিযোগ তুলেছেন এলাকার লোকজন। জানা যায়, ডুমরা গ্রাম হতে মুক্তারপুর ব্রীজ পর্যন্ত সড়কটি এলজিইডি সিবিআরএমপি প্রকল্পের মাধ্যমে পাকা ব্লক দিয়ে নির্মাণ করে। রাস্তার ওই ব্লক চয়ন চৌধুরীসহ পার্শ্ববর্তী কয়েক বাড়ির লোকজন তুলে নিয়ে তাঁদের বাড়ির কাজে ব্যবহার করেছেন। সরেজমিনে এ চিত্র দেখা যায়। বাড়ির মহিলারা বলেন, এ সবই বড়বাড়ির লোকেদের কাজ। তারা যা কিছুই করুক আমরা সাধারণ মানুষের কিছু করার নেই। চয়ন চৌধুরীর বাড়ি ঘুরে দেখা যায়, শতশত সরকারি পাকা ব্লক দিয়ে তৈরী হয়েছে বাড়ির প্রতিরক্ষা দেয়াল। এছাড়া চয়ন চৌধুরী খড়ের স্তুপ রাখার জায়গা ব্লক দিয়ে বেষ্টনী দিয়েছেন। তাঁর বাড়ির যত্রতত্র সরকারি ব্লক ফেলে রাখতে দেখা গেছে। গ্রামের দোলগোবিন্দ দাস, অধীর চন্দ্র দাস, ডা. নিকুঞ্জবিহারী দাসের বাড়িসহ আরও কয়েক বাড়িতেও ওইসব সরকারি ব্লক দেখা যায়।চয়ন চৌধুরী বলেন, ব্লক গুলো আমি রাস্তা থেকে এনেছিলাম। প্রয়োজনে ফিরিয়ে দেবো।শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আজই জেনেছি। ইঞ্জিনিয়ারসহ সরজমিন গিয়ে দেখে ব্যবস্থা নেবো।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap