জাতীয়

বকেয়া বিলের জন্য সরকারি হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

নিজস্ব প্রতিবেদক :: প্রায় ৭৫ হাজার টাকা বিল বকেয়া থাকায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগ। গত রোববার দুপুরের দিকে এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে কর্মরত ৪জন চিকিৎসক, অন্য স্টাফ ও চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

জগদল হাসপাতালের ইনচার্জ ডা. কুশল চক্রবর্তী বলেন, দুদিন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় হাসপাতালের কার্যক্রম ও এখানে স্টাফদের অবস্থান করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

‘আমার কাছেও বিদ্যুৎ বিল বকেয়া থাকলে লাইন কেটে দিন’ প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার উল্লেখ করে দিরাই পল্লী বিদ্যুতের এজিএম মো. নুরুল ইসলাম বলেন, ১বছরের প্রায় পঁচাত্তর হাজার টাকা বিল বকেয়া। আমরা দাপ্তরিকভাবে বিল আদায়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি। একরকম বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইয়াসিন আরাফাত বলেন, হাসপাতালের বকেয়া বিলের বিষয়টি উর্ধতন পর্যায়ে অবহিত করা হয়েছে। সুরাহাও হবে। সরকারের এক বিভাগের টাকা আরেক বিভাগে যাবে। তবে বিলের জন্য হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা দুঃখজনক।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap