দিরাইয়ে বন্যার্তদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই ও পাশ্ববর্তী শাল্লা উপজেলা এবং দিরাই পৌর এলাকার বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবাদান অব্যাহত রয়েছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যার প্রথম দিকে বন্যার্তদের উদ্ধার করার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান শুরু করে সেনাবাহিনী।
বুধবার (২৯ জুন) দুপুরে শাল্লা উপজেলা শাল্লা, বাহারা, হবিবপুর ও আটগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৬শ বানভাসি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, গুড়ো দুধ, পেঁয়াজসহ ১০ রকমের পণ্যের ত্রাণসামগ্রী পৌঁছে দেন ক্যাপ্টেন সালাউদ্দিন, মেজর নাজির হোসেন অভি সহ সেনাসদস্যরা।
ক্যাপ্টেন সালাউদ্দিন বলেন, প্রথম থেকেই আমাদের টিম এ ব্যাপারে ডিটারমাইন্ড ছিল যে, আমরা শুধুমাত্র শহর এলাকায় ত্রাণ কার্যক্রম সীমাবদ্ধ রাখবো না। প্রত্যন্ত এলাকায় যেখানে সচরাচর ত্রাণসামগ্রী পৌঁছায়না বা পৌঁছানো সম্ভব হয় না। আমাদের সেখানেও পৌঁছাতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটি করতে পেরেছি। তিনি বলেন, গত ১৭জুন বন্যা শুরুর দিন থেকেই আমরা বন্যা কবলিতদের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণ শুরু করি। তিনি বলেন, প্রতিদিন অন্তত হাজার মানুষের দোরগোড়ায় আমরা ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছি। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার ত্রাণ বিতরণেও আমরা সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন দিক নির্দেশনা দিয়ে আমাদের সহায়তা করছেন।’
মেজর নাজির হোসেন অভি বলেন, ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাদূর্গতের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হচ্ছে।