সারাদেশ
ক্যাপ্টেন সালাহউদ্দিনের নেতৃত্বে দিরাই পৌর এলাকায় ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দিরাই পৌর এলাকার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের নতুন বাগবাড়ী, দাউদপুর, ফকির বাড়ি, আনোয়ারপুর ও করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বন্যা দূর্গতদের মধ্যে ক্যাপ্টেন সালাহউদ্দিনের নেতৃত্বে ত্রাণ বিতরণ করেন সেনা সদস্যরা।
গত ১৭ জুন পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে প্লাবিত হয় দিরাই ও শাল্লা উপজেলা। বন্যার প্রথম দিকে বন্যার্তদের উদ্ধার করার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবাদান কার্যক্রম শুরু করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। এরপর থেকে দিরাই পৌর সদরসহ দিরাই ও শাল্লা উপজেলায় বন্যা কবলিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।