সারাদেশ

দিরাইয়ের চরনারচর ইউনিয়নে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: বন্যায় ক্ষতিগ্রস্ত দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার ইউনিয়নের গোপালপুর, মিলনবাজার, জয়পুর, নাসিরপুর, বক্তারপুর গ্রামের বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেন সেনা সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, ক্যাপ্টেন সালাহউদ্দিনসহ সেনাসদস্যরা।


গত ১৭ জুন পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে প্লাবিত হয় দিরাই ও শাল্লা উপজেলা। বন্যার প্রথম দিকে বন্যার্তদের উদ্ধার করার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবাদান কার্যক্রম শুরু করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এরপর থেকে দিরাই পৌর সদরসহ দিরাই ও শাল্লা উপজেলায় বন্যা কবলিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap