দিরাইয়ে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে দিরাই পৌর শহরের হারানপুর গ্রামের শাল্লা ব্রীজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে পুলিশের উপস্থিতিতেই দুই দফায় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘন্টাব্যাপী উভয় পক্ষের ছোড়া ইটপাটকেলে ওই এলাকার বাড়ি-ঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
জানা যায়, হারানপুর গ্রামের সংগ্রাম ও দাউদপুর গ্রামের মিঠু শাল্লা ব্রীজ এলাকায় ইয়াবা ব্যবসা করে থাকে। মাদক বিক্রি নিয়ে বুধবার দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষের সূত্রপাত। পরে ওই দুই মাদকব্যবসায়ীর পক্ষে দাউদপুর ও ঘাগটিয়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়।
দিরাই থানার ওসি মো. সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।