সারাদেশ

দিরাইয়ে নৌকাডুবিতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে ঝড়ের কবলে পরে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে মুজিবুর রহমান (৫২) ও আনহার মিয়া (১৮) নামের দুইজনের লাশ ও অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত মুজিবুর রহমান দিরাই পৌর এলাকার পুর্ব চন্ডিপুর গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে। নিহত আনহার মিয়া একই গ্রামের মির্জা হোসেনের ছেলে। চাপতির হাওর থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবুর রহমান ও বিকাল ৬টার দিকে আনহার মিয়ার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। জীবিত উদ্ধার হওয়া উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে পারভেজ (১৮) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার চাপতির হাওরে আচমকা দমকা হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনাটি ঘটে। ভাগ্যক্রমে বেঁচে ফেরা পারভেজ মিয়া বলেন, চন্ডিপুর গ্রামের মামার বাড়িতে থাকেন তিনি। বুধবার বিকালের দিকে হাঁসের খাবার শামুক আনতে ছোট নৌকায় মুজিবুর রহমান ও আনহার মিয়ার সাথে চন্ডিপুর গ্রাম থেকে তিনি চাপতির হাওরে যান। রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময়টাতে আচমকা দমকা হাওয়ার কবলে পড়ে তাঁদের নৌকাটি তলিয়ে যায়। তিনি বলেন, তীব্র ঢেউয়ে অন্ধকারের মধ্যে যে যেদিকে পারি সাঁতরে প্রাণ বাঁচাতে চেষ্টা করি। অনেকক্ষণ পর ইঞ্জিন চালিত নৌকার শব্দ শুনে গ্যাসলাইট টর্চের আলোতে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। আল্লাহর ইচ্ছায় তাঁরা আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পারভেজ মিয়ার কাছ থেকে নৌকাডুবির বিষয়টি জানতে পেরে নিখোঁজ দূ্ইজনের সন্ধানে নামে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন। নৌকাডুবিতে দুইজনের লাশ ও একজনকে জীবিত উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি মো. সাইফুল আলম।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap