সারাদেশ

বন্যার্তদের জন্য মহিউদ্দিন জগনু’র ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় সৃষ্ট দূর্যোগে বন্যাকবলিতদের নিজের বাড়িতে থাকা-খাওয়ার বন্দোবস্ত করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন জগনু। তাঁর ওই মানবিক উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য নিজ বাড়িকে আশ্রয়কেন্দ্র ঘোষণা দেন ওই প্রবাসী। বানভাসিদের দেন জরুরী খাদ্য সহায়তা। ৩জুলাই থেকে টানা ৯ দিন নিজ গ্রাম দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী গ্রামসহ আশেপাশের বিভিন্ন গ্রামের প্রায় ৩০০/৪০০ মানুষকে তার অর্থায়নে প্রতিদিন সরবরাহ করা হয় রান্না করা খাবার।
এলাকার লোকজন বলেন, মানুষের প্রতি মমত্ববোধের যে উদাহরণ মহিউদ্দিন জগনু সৃষ্টি করেছেন, আশা করি আগামীতেও এই ধারা বজায় থাকবে।
মহিউদ্দিন জগনুর মানবিক ওই কাজ পরিদর্শন করেন, জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বকুল মিয়া, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, রফিনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, জগদল ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, করিমপুর ইউনিয়ন চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, বিশিষ্ট সমাজকর্মী আবদাল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাইদুল হোসেন চৌধুরী, সাহেল চৌধুরী, দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জুয়েল তালুকদার, রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন, আটগাও ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম, আলী হোসেন তালুকদার, বাবলু চৌধুরী, রাকিব মিয়া, সদরুল মিয়া প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap