যুক্তরাজ্যস্থ দিরাই শাল্লাবাসীর সাথে নুরুল হুদা মুকুটের মতবিনিময়
যুক্তরাজ্য প্রতিনিধি :: যুক্তরাজ্যে অবস্থানরত সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলাবাসীর সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে লন্ডনের জল সাগর রেষ্টুরেন্টে যুক্তরাজ্যস্থ দিরাই শাল্লাবাসী ওই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যা ও এ থেকে উত্তরণের উপায় এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভার শুরুতে দিরাই উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি আলতাব উদ্দিনের ছেলে মামুন সাদিক ও আরেক প্রাক্তন সভাপতি আছাব উদ্দিন সরদারের পুত্র রিপন সরদার ফুলের তোড়া দিয়ে নুরুল হুদা মুকুটকে স্বাগত জানান। দিরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হক চৌধুরী চাঁন মিয়ার সভাপতিত্বে ও দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জননেতা আলহাজ্ব নুরুল হুদা মুকুট। প্রধান বক্তার বক্তব্য দেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মিছবাহ শাহাদাত, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সভাপতি ডক্টর সামছুল চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মান্নান, দিরাই সরকারি কলেজের সাবেক প্রভাষক ওমর ফারুক, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর বদরুল চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপার, দিরাই উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক হারুনুর রশীদ, দিরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা লোকমান হাকিম, ছবি চৌধুরী, নুরুল ইসলাম সরদার, ছইফুল্লাহ মিয়া, আব্দুল মান্নান, লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ জুয়েল, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রয়েল মিয়া, শাহজাহান চৌধুরী, শফিকুল ইসলাম, সাব্বির খান, জুবায়ের আলম, রবিন চৌধুরী, এহসান মিয়া, জগদল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল হাসান প্রমুখ।
দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা দায়িত্বে অবহেলা করছেন উল্লেখ করে সভায় বক্তারা বলেন, এমপি মাসের পর মাস এলাকায় আসেন না। বিপদেআপদে তাঁকে পাওয়া যায় না। স্মরণকালের ভয়াবহ বন্যায়ও তিনি দিরাই শাল্লায় অনুপস্থিত। এ পরিস্থিতির পরিবর্তনে নুরুল হুদা মুকুটকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।