বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতে সহায়তা দিবে ‘চন্ডিপুর সাপোর্ট গ্রুপ’
নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার চন্ডিপুর গ্রামের বসতবাড়ি ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে ‘চন্ডিপুর সাপোর্ট গ্রুপ ইউকে। এ লক্ষে সংগঠনটির এডমিন বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম গ্রামের সুধীজন নিয়ে শুক্রবার মতবিনিময় ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন। সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলরের বাসভবনে মতবিনিময়ে উপস্থিত ছিলেন, গ্রামের বিশিষ্ট মুরুব্বি ছাদ উদ্দিন মিয়া, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, চন্ডিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুদ্দীন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শফিক মিয়া, মতিউর রহমান, মাওলানা শরীফ উদ্দিন, চন্ডিপুর সাপোর্ট গ্রুপের সদস্য যুক্তরাজ্য প্রবাসী শাহিদুল ইসলাম নজরুল, মাওলানা নোমান আহমদ, ব্যবসায়ী মুহিতুল ইসলাম, মশিউর রহমান, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, পৌর কাউন্সিলর আশরাফ আহমেদ, সমাজকর্মী আশরাফ আহমেদ, হাফিজ ইয়াহিয়া বিন হাবিব প্রমুখ। সভা শেষে পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডে অবস্থিত চন্ডিপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করা হয়। ২নং ওয়ার্ড পরিদর্শনকালে কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ উপস্থিত ছিলেন।
গ্রুপের এডমিন শফিকুল ইসলাম জানান, গত ১৭ জুন সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় আমাদের চন্ডিপুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গ্রামের মানুষের বিপদে পাশে দাঁড়াতে যুক্তরাজ্যে বসবাসরত চন্ডিপুর গ্রামবাসীর সমন্বয়ে তাৎক্ষণিক গঠন করা হয় ‘চন্ডিপুর সাপোর্ট গ্রুপ। গ্রামের স্কুল ও মাদ্রাসায় আশ্রয় নেয়া ৩শতাধিক বানভাসি মানুষকে ২০ জুন থেকে ১জুলাই পর্যন্ত চন্ডিপুর সাপোর্ট গ্রুপের অর্থায়নে রান্না করা খাবার সরবরাহ ও কিছু পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, বন্যায় গ্রামের নিম্ন আয়ের অসহায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাদের তালিকা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতে গ্রুপের অর্থায়নে সহায়তা দেয়া হবে।