দিরাইয়ে সেনাবাহিনীর মেডিকেল টিমকে সম্মাননা
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বানভাসি অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণসহ চিকিৎসাসেবা প্রদান করায় সেনাবাহিনীর মেডিকেল টিমের প্রধান মেজর নাজির হোসেন অভি (এএমসি)সহ মেডিকেল টিমকে সম্মাননা দিয়েছে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। রবিবার বেলা ৩টার দিকে দিরাই ডাক বাংলা সংলগ্ন ভূমি অফিসে মেজর নাজির হোসেন অভির হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির একটি প্রতিনিধিদল।
জানা যায়, গত ১৭ জুন সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত দিরাই ও শাল্লা উপজেলার বানভাসিদের মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। দুই উপজেলার ১৩টি ইউনিয়নে দূর্গতদের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবী সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে যুক্ত হয়ে সেনা ব্যবস্থাপনায় ৬টি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।