বিশিষ্ট আলেম মুফতি শফিকুল আহাদ আর নেই
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জ তথা দেশের পূর্বাঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি শফিকুল আহাদ (৭৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৮টায় মুফতি শফিকুল আহাদের ছেলের ঢাকাস্থ বাসায় ইন্তেকাল করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থীর উস্তাদের মৃত্যু সংবাদ জানাজানি হলে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে মুফতি শফিকুল আহাদের বাড়িতে হাজারো মানুষ জড়ো হয়েছেন।
জানা যায়, দিরাই উপজেলার সাকিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুফতি শফিকুল ইসলাম। ছাত্রজীবন তিনি পাকিস্তানের করাচীতে শিক্ষাগ্রহণ করেন। নিজ গ্রাম সাকিতপুরে মাদ্রাসা প্রতিষ্ঠা ও মুহতামিমের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর পেশাগত জীবন শুরু করেন। পরে তিনি ঐতিহ্যবাহী দরগাহপুর মাদ্রাসা, দিরাই জামেয়া ও রজনীগঞ্জ মাদ্রাসার মুহতামিম, আজাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সহসভাপতি, নেজামুল মাদারিস সুনামগঞ্জের মহাসচিব ও দিরাই উপজেলা জমিয়তের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। পরিবারের লোকেরা জানান, মুফতি শফিকুল আহাদের লাশ ঢাকা থেকে দিরাই নিয়ে আসা হচ্ছে। জানাযা শেষে সাকিতপুর গ্রামে দাফন করা হবে।