জাতীয়

দিরাইয়ে বসত ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে বসত ঘর থেকে আনোয়ার মিয়া (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৬টার দিকে দিরাই পৌর এলাকার বাগবাড়ী গ্রামের বসত ঘর থেকে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়া অবস্থা থেকে আনোয়ার মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় সিএনজি অটোরিকশার ম্যানাজার আনোয়ার মিয়া দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন বাগবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হোসেনের পুত্র। আনোয়ার মিয়ার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী দুই সন্তানসহ নতুন বাগবাড়ী গ্রামে আনোয়ার মিয়ার পৈত্রিক ভিটায় বসবাস করেন। আরেক স্ত্রী সৌদি আরব প্রবাসী। পৌর সদরের পুরাতন বাগবাড়ী গ্রামের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভূমিতে টিনসেড ঘর তৈরী করে একাকী বাস করতেন আনোয়ার। ছয় মাস আগে আনোয়ার মিয়ার দ্বিতীয় স্ত্রী দেশে ফিরে স্বামীর সঙ্গে ছুটি কাটিয়ে মাস দুয়েক আগে ফের সৌদিতে চলে যান। ঘটনাস্থলের পাশের ব্যবসায়ী মাসুক মিয়া জানান, গত রোববার রাত ১০ টার দিকে তাঁর দোকানে সিগারেট কিনতে গিয়েছিলেন আনোয়ার। এরপর আর তাকে দেখা যায়নি। আনোয়ার মিয়ার ভাই কনর মিয়া বলেন, দুদিন ধরে বাড়িতে না যাওয়ায় আমার মা আজকে খোঁজতে আসেন। দরজা জানালা বন্ধ ছিল। টিনের ছিদ্র দিয়ে ঘটনা দেখেন। পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়৷ 

অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান বলেন, আনোয়ার মিয়ার মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায়, তাঁদের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট দাফনের অনুমতি দিয়েছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap