তানিয়ার পরিবারকে আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক :: দুরারোগ্য ব্যাধি বোন ম্যারোতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সুনামগঞ্জের দিরাই উপজেলার বিবিয়ানা মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানিয়া সুলতানার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ওই আর্থিক সহায়তা প্রদান করেছে।রোববার সন্ধ্যা ৭টায় দিরাই জালাল সিটি সেন্টারের কনফারেন্স কক্ষে তানিয়ার পরিবারের পক্ষে বকুল আহমদ চৌধুরী সহায়তার ৬০ হাজার টাকা গ্রহণ করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি খালেদ রেজা খানের সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সন্দিপন কুমার রায়, দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সহসভাপতি শাহিদুল ইসলাম নজরুল, বেলাল রেজা খান, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা সর্দার রুমি, শিক্ষানুরাগী শাহজাহান সিরাজ, হিউম্যান রাইটস দিরাই উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি মিজানুর রহমান, মাওলানা এবিএম নোমান, জাকির হোসেন প্রমুখ। আলোচনা শেষে তানিয়ার রুহের মাগফেরাতের কামনায় বিশেষ দোয়া করা হয়।
আর্থিক সহায়তা প্রদান শেষে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি খালেদ রেজা খান, সহসভাপতি শাহিদুল ইসলাম নজরুল ও বেলাল রেজা খানের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীর পক্ষ থেকে প্রবাসীদের সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহজাহান সিরাজ।
উল্লেখ্য দিরাইয়ের বিবিয়ানা কলেজের মেধাবী শিক্ষার্থী তানিয়া দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজে মৃত্যু বরন করেন।