গ্রন্থে মানহানিকর তথ্য, এলাকাবাসীর বিক্ষোভ
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রসিদ্ধ গ্রাম ভাটিপাড়া। গ্রামটির ঐতিহ্য ও ঐতিহাসিক নিদর্শন জমিদারবাড়ি। আর এই জমিদার পরিবারের মিছফার আহমেদ চৌধুরী সম্প্রতি ‘ভাটিপাড়া জমিদার পরিবারের ইতিহাস’ নামের একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটিতে ভাটিপাড়া গ্রামের সম্রান্ত ব্যক্তিদের নিয়ে মানহানিকর তথ্য উপস্থাপনের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী।
শুক্রবার বিকেল ৪ টায় ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার এর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাহান কাজী, কবি আবিদ ফায়সাল, প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম , কাজী আবু তালেব, যুবলীগের ইউনিয়নের সভাপতি কাজী সানোয়ার হোসেন, ইউপি সদস্য সামছুল ইসলাম, ছামিন নুর, সাবেক মেম্বার সালেক নুর, সাংবাদিক আবু তাহের চৌধুরী, সৈদুর রহমান তালুকদার, বিশিষ্ট মাতব্বর আব্দুল খালেক, মুজাহিদ চৌধুরী, সাবেক মেম্বার মুহিবুর রহমান, যুবলীগ নেতা সফিউর রহমান পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, মিছফার চৌধুরী তার লেখনিতে এলাকার সম্মানীয় ব্যক্তিগণ সম্পর্কে ভুল তথ্য দিয়ে সম্মানহানির চেষ্টা করেছেন। ৪৮ ঘন্টার মধ্যে তাকে এসে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বইয়ের বিক্রি, প্রচারণা, নতুন করে প্রকাশনা বন্ধ করতে হবে। তা নাহলে গ্রামবাসী আদালতে যাবে।প্রতিবাদ সমাবেশ শেষে ভাটিপাড়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।