জাতীয়

দিরাই পৌরসভার বাজেট ঘোষণা করলেন মেয়র বিশ্বজিৎ রায়

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে ৩৬ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৭৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় দিরাই পৌরসভা কার্যালয়ে মেয়র বিশ্বজিৎ রায় কাউন্সিলরদের নিয়ে এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে পৌর রাজস্ব আয় ২ কোটি ৫৬ লক্ষ ৩০ হাজার এবং সরকারি ও অন্যান্য উন্নয়ন হিসাব খাতে ৩৩ কোটি ৮৯ লক্ষ ৮০ হাজার ৭৭৬ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় সড়ক নির্মাণে সর্বোচ্চ ১৭কোটি ৫০ লক্ষ টাকা ও দ্বিতীয় সর্বোচ্চ ওয়াটার প্লানটেশন কর্মসূচিতে ৯ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া রাস্তা মেরামত, ব্রীজ কালভার্ট ড্রেন নির্মাণ, নলকূপ স্থাপন, মশক নিধন কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

পৌরসভার প্রধান সহকারী মো. মুহিবুর রহমানের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, পংকজ পুরকায়স্থ অমর, লিয়াকত আলী, জুয়েল মিয়া, রবীন্দ্র বৈষ্ণব, আবুল কাশেম, রেজাউল করিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহার বানু, মিনতী রানী দাস, মোছাঃ হেলেনা বেগম, কর নির্ধারক মো. দেলোয়ার হোসেন, কর আদায়কারী আশীষ কুমার রায়, আরব উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাজেট বক্তৃতায় দিরাই পৌরসভাকে সুনামগঞ্জ জেলার অন্যতম পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন মেয়র বিশ্বজিৎ রায়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap