দিরাইয়ে নৈশকোচ খাদে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীশিশুসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার কিছু পরে দিরাই-মদনপুর সড়কের দিরাই পৌরসভার সুজানগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- দিরাই পৌরসভার আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিন (৪০), হোসাইন (২০), পপি (২০), নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার আয়াতপুর গ্রামের পিন্টু তালুকদার (২৫)। দূর্ঘটনায় আহত আরও ৮জন দিরাই হাসপাতালে ভর্তি ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, দিরাই থেকে ঢাকাগামী রুপসী বাংলা পরিবহনের একটি নৈশকোচ রাত ৮টায় দিরাই বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়। পাঁচ মিনিটের মধ্যে দিরাই পৌরসভার সুজানগর পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের কমপক্ষে ১৫জন যাত্রী আহত হন।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
রাত ১০টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। দূর্ঘটনাকবলিত বাসটি থেকে আর কোনো আহত পাওয়া যায়নি। ঘটনার পর বাসচালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় বাস কাউন্টারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বাসটিতে ১৮ জন যাত্রী ও কয়েকটি শিশু ছিল।