সাংবাদিক জয়ন্ত কুমার সরকার আর নেই
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সংস্কৃতিকর্মী ও সাংবাদিক জয়ন্ত কুমার সরকার (৩৮) আর বেঁচে নেই। রবিবার সকাল পৌনে ১০ টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। জানা যায়, সকালে হাটাহাটি শেষে বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের প্রিয়মুখ জয়ন্ত কুমার সরকারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা জয়ন্ত কুমার সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন।
জয়ন্ত কুমার সরকার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের আলীপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যোতিষ চন্দ্র সরকারের ছেলে। জয়ন্ত সরকারের দেবী (৪), অর্ণব (২) নামের দুই ছেলেমেয়ে ও স্ত্রী রয়েছে। দৈনিক ভোরের কাগজের দিরাই উপজেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের দিরাই সংবাদদাতা হিসেবে তিনি কর্মরত ছিলেন।
জয়ন্ত কুমার সরকারের ভাই জুষেন সরকার বলেন, বুকে ব্যথা হচ্ছে জানালে ভাইকে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু আমার ভাই মৃত্যুর কাছে হার মেনেছে। তার এ আকস্মিক মৃত্যু মেনে নিতে পারতেছি না। তিনি জানান, রবিবার বিকেল ৫টায় গ্রামের বাড়ি আলীপুরে জয়ন্ত কুমার সরকারের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।