দিরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫শতাধিক মানুষ
নিজস্ব প্রতিবেদক :: গরিব, দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের জন্য সুনামগঞ্জের দিরাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবী সংগঠন চন্ডিপুর এসোসিয়েশন ইউকের অর্থায়নে শনিবার দিনব্যাপী দিরাই পৌরসভার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব হজরত মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার ও দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা’র যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, বিশিষ্ট আলেম মাওলানা হোসাইন আহমদ, চন্ডিপুর গ্রামের মুরুব্বী আব্দুল হাফিজ মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আসাদ উল্লা, প্রাক্তন শিক্ষক আব্দুজ জাহির, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাশ রানা, সংস্কৃতি কর্মী মুজিবুর রহমান মুজিব, দৈনিক যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুকুল চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দিরাই উপজেলার সভাপতি শাহজাহান মিয়া, যুব নেতা জুয়েল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা এ মহতি কার্যক্রমের সফলতা কামনা করেন এবং আগামীতে আরো বড় পরিসরে কার্যক্রম করার আহ্বান জানান।
চক্ষু শিবিরের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাহিম ইসলাম। তিনি এ ধরনের মহৎ কাজে চন্ডিপুর এসোসিয়েশন ইউকে এগিয়ে আসায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সাধারণ মানুষের কল্যাণের লক্ষ্যে আগামীতে আরো চক্ষু শিবির পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।
দক্ষ চক্ষু চিকিৎসক দ্বারা পরিচালিত দিনব্যাপী এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চন্ডিপুর গ্রাম থেকে আসা চোখের রোগে আক্রান্ত ৫শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। এতে প্রত্যেক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও ১৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং বাছাইকৃত রোগীকে সংগঠনের অর্থায়নে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, ২০১৬ ইং সনে যুক্তরাজ্যে বসবাসরত দিরাই পৌরসভার ঐতিহ্যবাহী চন্ডিপুর গ্রামবাসীদের নিয়ে সমাজসেবী সংগঠন ‘চন্ডিপুর এসোসিয়েশন ইউকে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গ্রামবাসীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।