সারাদেশ

দিরাইয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক :: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিরাই রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দিরাই রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ প্রথমে শ্রীশ্রী কালি মন্দির, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির, হারানপুরের বিভিন্ন পূজা মণ্ডপ, করিমপুর ইউনিয়নের চান্দপুর পূর্বহাটি মণ্ডপসহ উপজেলার বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভিন্ন পূজা মণ্ডপ সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে পূজা করতে ও দেখতে আসা সনাতনীদের সাথে কুশল বিনিময় করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন মণ্ডপে দায়িত্বরত গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন তারা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সহ- সভাপতি জীবন সূত্রধর, যুগ্ম- সাধারণ সম্পাদক মহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বণিক, বাংলা টাইম এন্ড টিউন-এর নির্বাহী সম্পাদক আব্দুল কাহার, শ্রীশ্রী কালি মন্দির পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মৃদুল চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষক বকুল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ অনুপম চৌধুরী, সদস্য রিপন চৌধুরী, সার্বজনীন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা কমিটি চান্দপুর পশ্চিম হাটির সভাপতি মোহনলাল সূত্রধর, লিটন সূত্রধর প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap