দিরাইয়ে মেধা যাচাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দিরাইয়ে সামাজিক সংগঠন এমকে যুব ও সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে ৫ম মেধা যাচাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় দিরাই সরকারি কলেজ প্রাঙ্গণে ৫ম, ৮ম ও এসএসসির ৫৯০জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা যাচাই পরীক্ষা অনুষ্টিত হয়। বিকাল ৩ টায় দিরাই সরকারি কলেজের রাগীব-রাবেয়া ভবনে মেধা যাচাই পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এম কে যুব ও সমাজসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী। শর্মিষ্টা চৌধুরী জিনিয়ার পরিচালনায় সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জগদল কলেজের অধ্যক্ষ পঙ্কজ কান্তি রায়, দিরাই সরকারী কলেজের প্রভাষক ফখর উদ্দীন চৌধুরী, সাংবাদিক শামছুল ইসলাম খেজুর, রুদ্র মিজান, আব্দুল বাছির সরদার, শিক্ষানুরাগী শাহজাহান সিরাজ, শিক্ষক আনহার মিয়া, রবিনূর আহমেদ, শিউলি আক্তার। উপস্থিত ছিলেন উজ্জ্বল আহমদ, ইজাজুর রহমান ফাহিম, রশিদ চৌধুরী, ইব্রাহিম, মুবিন, রুহুল আমিন, সুহিন, মেহেদী, মাহবুব আলম, , লিমন, ইসলাম উদ্দিন, সাজু, আকাশ, সৈকত, আতিক, তামিম, নোমান, তমা, সোনিয়া, মাহমুদা, বিলকিস, হাফিজা, তাফসিরা, জুলি, লুবনা, অনিমা, নীলা, তানজিলা প্রমুখ।
আলোচনা সভা শেষে মেধা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী ৬০জন এবং ৬জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অথিতিবৃন্দ।