সারাদেশ

দিরাইয়ে চার ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর ) ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন দিরাই থানা পুলিশের একটি দল। 

অভিযানকালে দিরাই বাজারের পিউরিয়া ফুড প্রোডাক্টকে ১৫ হাজার ও রাজানগর বাজারের তানিয়া ষ্টোরকে ৬ হাজার, নরেন ষ্টোরকে ৩ হাজার, মামুন মেডিকেল হলকে ৩ হাজারসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে  অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap