জাতীয় শিক্ষক দিবসে দিরাইয়ে র্যালি আলোচনা সভা
দিরাই প্রতিনিধি :: ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ধীমান কীর্ত্তুনীয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ পংকজ কান্তি রায়, প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, সুপার আব্দুল জলিল, সহকারী অধ্যাপক বদিউজ্জামান সরদার, শিক্ষক মৃণাল কান্তি দাস, লাল বাঁশি দাস, গোলাম মোস্তফা সরদার রুমি, নুরুল ইসলাম, জওহর লাল দাস, ব্রজগোপাল দাস, নারায়ণ আচার্য, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, অজয় সিংহ রায়, কৃপেশ রঞ্জন রায়, নরোত্তম রায়, জিতু মিয়া, পূর্ণেন্দু চক্রবর্তী, সুর্যসেন পান্না, ঝুমলি রায়, সুমি ভৌমিক প্রমুখ।