দিরাইয়ে বিদ্যালয়ে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ঝুমা বেগম (১৬) বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝুমা বেগম চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুরুদ্দিনের মেয়ে।
ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন জানিয়েছেন, সকালের প্রাত্যহিক সমাবেশ শেষে ছাত্রছাত্রীরা ক্লাসে যাবার সময় ভোকেশনাল ভবনের সিঁড়িতে ঝুমা বেগমকে বমি করতে দেখে। তৎক্ষণাৎ তার অভিভাবকদের ফোন করে বিষয়টি জানানো হয়। আহত ছাত্রীকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ডাক্তারের জিজ্ঞাসাবাদে ঝুমা জানায় সে ইঁদুরের বিষ খেয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ঝুমাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝুমা বেগমকে মৃত ঘোষণা করেন। দিরাই থানার ওসি মো. সাইফুল আলম বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।