সারাদেশ

দিরাইয়ে মহিলা কলেজ পরিদর্শনে জয়া সেনগুপ্তা এমপি

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ দিরাইয়ের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। রবিরার (২০ নভেম্বর) বেলা ৩টায় দিরাই পৌর শহরের দোওজ এলাকায় অবস্থিত সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ পরিদর্শনে যান তিনি। এ সময় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের চারতলা আইসিটি ভবনের নির্মাণ কাজের অগ্রগতির খোঁজখবর নেন এমপি।
পরিদর্শনকালে তিনি মহিলা কলেজের ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। শারীরিক অসুস্থতা, করোনা ও বন্যা পরবর্তী সময়ে এটিই ছিল সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তা’র প্রথম পরিদর্শন। দীর্ঘবিরতির পর শিক্ষার্থীদের সাথে জয়া সেনগুপ্তা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
কলেজে ক্যান্টিন ও ছাত্রী হোস্টেল না থাকায় দূরদূরান্তের শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি এমপিকে অবহিত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আশ্বস্ত করে সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তা বলেন, দ্রুতই ক্যান্টিন ও মহিলা হোস্টেলের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির মাধ্যমে ভাল ফলাফল সম্ভব।
এরপর অধ্যক্ষ প্রদীপ চন্দ্র দাসের কক্ষে প্রভাষক নারায়ণ আচার্য্যের সঞ্চালনায় সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি কলেজের ম্যনেজিং কমিটি, অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলিকে কলেজ সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ জানান।
উপস্থিত ছিলেন কলেজের ম্যনেজিং কমিটি সদস্য সিরাজ উদ্ দৌলা তালুকদার, প্রভাষক নয়ন দেবনাথ, মারওয়া মাহজুজহা, রাহিমুল ইসলাম, হাশরাকুল মেহেদী তানিয়া, শাওন চৌধুরী, জায়দুল ইসলাম, আরিফুল ইসলাম, মিলন কৃষ্ণ সাহা, হিসাব রক্ষক ইশরাত হক প্রমূখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap