খেলাধূলা

দিরাই সুপার লীগের জমকালো উদ্বোধন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার হাইস্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট দিরাই সুপার লীগের সপ্তম আসরের উদ্বোধন হয়েছে।
দিরাই উপজেলার প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় স্থানীয় ৯টি ক্লাবের অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের আসরটি হচ্ছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সানরাইজ সাকিতপুর এবং দিরাই আবাহনী। উদ্বোধন উপলক্ষে বুধবার সন্ধ্যায় দিরাই জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে অংশগ্রহণকারী ৯টি ক্লাবের অধিনায়কদের নিয়ে আয়োজক দিরাই ক্রিকেটের ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, ইলাভেন স্টারের অধিনায়ক সাকিব, সানরাইজ সাকিতপুরের অধিনায়ক রাহিয়া সরদার, দিরাই আবাহনীর অধিনায়ক আলেক মিয়া, ডিএসসি’র অধিনায়ক শাহান, সিপি রয়্যালস অধিনায়ক রায়হান মিয়া, আরডি বয়েজ অধিনায়ক বেলাল, গ্যালাক্সি ভরারগাঁও অধিনায়ক আঙ্গুর মিয়া, লায়ন্স এসসি অধিনায়ক তাহসিন, শরীফপুর রয়্যালস অধিনায়ক পাপ্পু। সংবাদ সম্মেলন পরিচালনা করেন, রাসেল আহমদ ও রফি আহমদ। এর আগে বিকেলে ৯টি ক্লাবের ক্রিকেটারদের অংশগ্রহণে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এছাড়া টুর্নামেন্ট উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরন নির্মাণ ও মাঠ সজ্জিতকরণ করা হয়।


আয়োজকরা বলেন, দিরাই সুপার লীগ নামে এ টুর্নামেন্টটি বিগত ছয় বছর ধরে আমাদের ক্লাবের পৃষ্ঠপোষকতায় চলছে। আর্থিক সংকটের কারণে তেমন প্রচার প্রচারণা হয়নি। এ বছর সপ্তম আসর ঘিরে দিরাইয়ের সাবেক ক্রিকেটার যারা জীবন-জীবিকার তাগিদে প্রবাসে আছেন। তাদের সাথে যোগাযোগ করলে দিরাইয়ের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে তারা এগিয়ে আসেন। তাদের আর্থিক সহযোগিতা নিয়ে আমরা দিরাই সুপার লীগের সপ্তম আসর অত্যন্ত ঝাঁকঝমকভাবে করতে পারছি। এজন্য দিরাইয়ের ক্রিকেট সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে প্রবাসীদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap