সারাদেশ

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে দিরাইয়ের আশরাফ

বিশেষ সংবাদদাতা: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী কমিটির (২০২২-২০২৩) অনুমোদন দেওয়া হয়েছে।
যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিরাইয়ের সন্তান আশরাফ আহমেদ। ১৩০ বছরের পুরনো কলেজে থাকা সাংবাদিকদের একমাত্র সংগঠনের নতুন সভাপতি আশরাফ সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামের মাস্টার আব্দুর রহমান এর ছেলে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সাধারণ পরিষদের সভায় ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শিক্ষক পরিষদ সম্পাদক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তৌফিক এজদানী চৌধুরী ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো শওকত হোসেন এর সুপারিশক্রমে নতুন এই কমিটির অনুমোদন দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবীর।

এক বছর মেয়াদি নতুন এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুছলেহ উদ্দিন মুনাঈম।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইসমাইল হোসেন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক লবীব আহমেদ, দপ্তর সম্পাদক আহসান হাবিব, কোষাধ্যক্ষ রাজীব হোসাইন, কার্যনির্বাহী সদস্য কাওছার আহমদ এবং মইনুল হাসান আবির।

উল্লেখ্য, সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন হিসেবে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ২০১৭ সালে আত্মপ্রকাশ করে। এমসি কলেজের ১৩০ বছরের ইতিহাসে এটাই প্রথম কোন সাংবাদিক সমিতি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap