পূবালী ব্যাংক দিরাই শাখায় ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :: পূবালী ব্যাংক লিমিটেড এর দিরাই শাখায় ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যাংকের হলরুমে স্থানীয় আলেম-ওলামা ও গ্রাহকদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শাখা ব্যবস্থাপক সুবীর কুমার দাস। সভায় ইসলামি ব্যাংকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, পূবালী ব্যাংক লিমিটেড ইসলামি ইউং এর ব্যবস্থাপক আনিসুজ্জামান খান তানভীর। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুহতামিম মাওলানা নুরুদ্দিন, ইমাম ইদ্রিস আলী, হাসান আলীসহ স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক, ইমাম ও মুয়াজ্জিনগণ।
উল্লেখ্য, সম্প্রতি পূবালী ব্যাংকের সকল শাখায়, উপশাখায় শরী’আহ্ সম্মত ব্যাংকিং সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। ইসলামি ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকেরা পূবালী ব্যাংকের সব শাখা ও উপশাখা থেকে ইসলামি ব্যাংকিং সুবিধা পাবেন। গ্রাহকেরা সব ধরনের আমানত হিসাব খুলতে, নগদায়ন ও নবায়ন করতে পারবেন। সব শাখা ও উপশাখা থেকে চেকবই সংগ্রহ করতে পারবেন।