দিরাই এসোসিয়েশন সিলেট-এর অভিষেক
নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরে বসবাসরত দিরাই উপজেলাবাসীদের নিয়ে ‘দিরাই এসোসিয়েশন সিলেট নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সরকারি বেসরকারি চাকুরীজীবি, ব্যবসায়ী, সাংবাদিকসহ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত দিরাই উপজেলার আলোকিত মানুষদের অংশগ্রহণে সংগঠনটি গঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট সিটি সেন্টারের স্পাইসি কনফারেন্স হলে দিরাই এসোসিয়েশন সিলেটের অভিষেক অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের প্রয়োজনে, দেশের নিম্ন আয়ের মানুষের প্রয়োজনে শেখ হাসিনাকে দরকার। শেখ হাসিনা এ দেশকে আমূল পরিবর্তন করে দেখিয়েছেন। যার সর্বশেষ নিদর্শন মেট্রোরেল। তিনি বলেন, দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ সড়ক। সুনামগঞ্জ থেকে নেত্রকোনা উড়াল সড়ক। এ দুটি প্রকল্প আমার স্বপ্নের মধ্যে ঘুরে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে মন্ত্রী বলেন, রানীগঞ্জ সেতু নিয়ে আমি এক্সাইটেড। ভাটি অঞ্চলের মানুষ দুই ঘন্টা কম সময়ে ঢাকা যেতে পারছে।
সংগঠনের সভাপতি মো. রাব্বি কামাল চৌধুরীর সভাপতিত্বে ও রিংকু তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের আম্বরখানা থেকে সুবিদবাজার, মদিনা মার্কেট, টুকের বাজার পর্যন্ত দিরাই উপজেলার বিপুলসংখ্যক মানুষ বসবাস করেন। আমার দুটি নির্বাচনে দিরাইবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমার বিজয়ের পথকে সুগম করে দিয়েছেন। দিরাইবাসীর কাছে আমি ঋণী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বক্তব্য রাখেন, সংগঠনের আব্দুল মান্নান খান, অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, সলিল বরণ দাস, প্রফেসর ড. চন্দ্রনি নাগ, গুলজার আহমদ, রেজা রহমান, সুমন রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাখাওয়াত চৌধুরী ও গীতা পাঠ করেন প্রণয় চক্রবর্তী। সভার শুরুতে অতিথি ও সংগঠনের উপদেষ্টাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর পর সদস্যদের পরিচয় পর্ব ও সংগঠনের স্মারক উন্মোচন করা হয়।