জাতীয়

শিক্ষাক্ষেত্রে দৈন্য সীমাবদ্ধতা এখন মুছে গেছে – জয়া সেনগুপ্তা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব। একটা সময় ছিল, যখন এ উৎসব বা বিনামূল্যের বই বিতরণ ছিল না। তখন বাজারে নতুন বই আসতে মার্চ পর্যন্ত সময় লেগে যেতো। উচ্চতর শ্রেণির সহপাঠী কিংবা আত্মীয়-স্বজনের কাছ থেকে জীর্ণশীর্ণ বই এনে বা কিনে পড়তে হতো। অনেকের শেষ পর্যন্ত তাতেই সন্তুষ্ট থাকতে হতো। কারণ বই কেনার সামর্থ্য ছিল না। এসব দৈন্য, সীমাবদ্ধতা এখন মুছে গেছে। শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতেই পরম উপহার হয়ে আসে নতুন বই।

রবিবার দুপুর ১২ টায় দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিরাই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি। এরপর তিনি দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রমে অংশ নেন। এছাড়া উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বই বিতরণ উৎসব হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ইউএনও মাহমুদুর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, ওসি কাজী মোক্তাদির হোসেন, আওয়ামীলীগ নেতা সিরাজ উদ দৌলা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, প্যানেল মেয়র লিটন রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক জাফর ইকবাল, শিপ্রা রায় প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap