সাংবাদিক খোকনের উপর মামলা, দিরাই রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ::
নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুলাহ আরেফের দুর্নীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে তার স্ত্রী ফারজানা আবেদীন কতৃর্ক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকনের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে দিরাই রিপোর্টার্স ইউনিটি। সোমবার সন্ধ্যা ৬টায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, প্রেসক্লাবের আহ্বায়ক সোহেব হাসান, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক শাহজাহান মাহমুদ হেলাল, ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, জাকারিয়া হোসেন জুসেফ, রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, রুম্মান আহমেদ, আকতার সাদিক, মুহিবুর রহমান, দীপংকর বণিক দিপু, রবিনুর চৌধুরী প্রমুখ।
সভায় সাংবাদিক নেসারুল হক খোকনের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
