সারাদেশ

বাবাকে নিয়ে স্মৃতিচারণ

রবিনূর চৌধুরী

২০১৯ সালের ১২ জানুয়ারি মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদের এতিম করে দুনিয়া থেকে বিদায় নেন আমার বাবা। সন্তানের কাছে বাবা কি পরিমান নিয়ামত তা শুধু তাঁরাই জানেন যারা বাবা হারিয়েছেন। সবার কাছে আমার বাবার জন্য দোয়ার চাই, আল্লাহ পাক যেন আমার বাবাসহ সকল কবর-বাসীকে ক্ষমা করে দেন।


বাবাহারা সন্তানরা পৃথীবীতে ঠিকই বাস করে তবে ছাউনীবিহীন ঘরের ন্যায়। ঝড়-ঝঞ্ঝায় ক্ষতবিক্ষত হওয়া যাদের নিত্যদিনের সঙ্গি।
বাবার অবর্তমানে পুরো সংসারটা কেমন যেনো ঝং ধরা শেকলের মতো হয়ে যায়। শেকলের সবগুলো রিং যেনো সংসারের প্রতিটা সদস্য, আর তখন এই রিংগুলো দুর্বল হয়ে যায়। অল্প আঘাতে ছিড়ে যায়।
খুব মিস করি বাবা তোমায়, তোমার শূন্যেতা কখনো পূরনের নয়।
গত (১২জানুয়ারি ২০১৯)এইদিনে হয়ে যাওয়া কোনো এক অভিশপ্ত শীতের সকালে তোমাকে হারিয়েছিলাম,অাবার সেই শীতের মৌসুমে, ৩টা বছর হয়ে গেলো অাব্বু নামটা মুখ বের হয়নি,,, কেনো এমন হলো, শত চেষ্টা করেও তো পারলাম না বাবা তোমায় ধরে রাখতে,,,প্রত্যেকটা মূহুর্তে তোমার কথা মনে পড়ে,,বুকে পাথর চাপা দিয়ে তোমায় হারানোর কষ্ট-টা চেপে রাখি কাউকে বুঝতে দিই-না বাবা,,, ,, অাল্লাহর কাছে সবসময়ই একটাই প্রার্থনা করি তোমাকে জান্নাতের সর্বোচ্ছ মওকা জান্নাতুল ফৈরদৌস দান করেন যেনও,, হে অাল্লাহ্ পৃথিবীতে অার কোনো সন্তানকে অামাদের মতো অকালে বাবা হারা করোনা,,,বেঁচে থাকুক প্রতিটা বাবা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap