সারাদেশ

আহমদ মিয়ার মৃত্যু দল ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি – নাছির চৌধুরী

দিরাই প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় নেতা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, হাজী আহমদ মিয়া বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে করিমপুর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ও পরবর্তীতে দিরাই পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন হাজী আহমদ মিয়া। আমৃত্যু তিনি দিরাই পৌর বিএনপির সভাপতি, দিরাই বাজার জামে মসজিদের সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। শিক্ষানুরাগী আহমদ মিয়া নিজ গ্রামে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা করেছেন। তিনি ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। প্রতিটি মিছিল মিটিংয়ে অগ্রভাগে ছিলেন। তার মৃত্যু বিএনপি ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। নাছির চৌধুরী বলেন, হাজী আহমদ মিয়ার মৃত্যু শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করতে সকল জিয়ার সৈনিককে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার (১৪ জানুয়ারি) দিরাই পৌর বিএনপির সভাপতি, দিরাই পৌরসভার সাবেক মেয়র সদ্য প্রয়াত হাজী আহমদ মিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, উপদেষ্টা সদস্য শেখ আবু তাহের চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জার্মান যুবদলের সভাপতি হাজী আনহার মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জালাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দীন তালুকদার, জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মিয়া, দিরাই উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য শাহাদীব তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর চৌধুরী সহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap