দিরাইয়ে নানা আয়োজনে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক :: সুনাগঞ্জের দিরাইয়ে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বখ্যাত মনীষী যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী এসব আয়োজন হয়। সকাল সাড়ে সাতটায় পৌরশহরের বিভিন্ন সড়কে জন্মতিথির মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গীতা পাঠ সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় দিরাই রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যুব পরিষদ দিরাই উপজেলার উদ্যোগে ‘স্বামী বিবেকানন্দ ও বিশ্বমানবতাবাদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বামী বিবেকানন্দ যুব পরিষদের সভাপতি অধ্যক্ষ পংকজ কান্তি রায়ের সভাপতিত্বে ও আশীষ তালুকদার এবং কাজল বণিকের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন, দিরাই মজলিশপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বামী ইষ্টানন্দজী মহারাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রদ্যুৎ কুমার তালুকদার, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রসেনজিৎ তালুকদার, চরনারচর ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, রামকৃষ্ণ সেবাশ্রম সারদা সংঘের সভাপতি অনিন্দিতা রায় চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দ একাধারে একজন সমাজ সংস্কারক, দেশ প্রেমিক, মানবতাবাদী ও বীর সন্ন্যাসী ছিলেন। তাঁর জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। পশ্চাৎপদ ঘোনারপাড়া এলাকার অধিবাসীদের মানোন্নয়নে বিবেকানন্দ বিদ্যা নিকেতনের অগ্রণী ভূমিকা রয়েছে।
সভা শেষে জন্মতিথি উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।