দিরাইয়ে ২ লাখ ৭৩ হাজার শলাকা ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় অবৈধভাবে ভারত থেকে বিড়ি এনে বিক্রি করার কারণে ব্যবসায়ী নজির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে দুই লাখ ৭৩ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি। যার দাম ২ লাখ ৭৩ হাজার টাকা। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নজির হোসেন উপজেলার রাজানগর ইউপির জটিচর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গত শুক্রবার দিনগত রাত সোয়া তিনটার দিকে পুলিশ জটিচর গ্রামের নজির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ফটিক ঘর থেকে আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়ি আটক করে। এ ঘটনায় দিরাই থানায় উপপরিদর্শক (এসআই) মাহবুব ছিদ্দিকী বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার নজির হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।