সারাদেশ

অধ্যক্ষ সাজিদুল ইসলামের শাস্তি দাবি করে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: ৫ হাজার টাকা ঘুষ নিয়ে প্রত্যয়নপত্র প্রদান ও প্রতিবেদন দিতে আরও ৫০ হাজার টাকা ঘুষ দাবীর বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. সাজিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এয়ারপোর্ট থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এয়ারপোর্ট থানা শাখার সভাপতি এম এ এইচ ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ বাপ্পীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন তালুকদার। বক্তব্য রাখেন, এয়ারপোর্ট থানা শাখার সহসভাপতি মোঃ আবু সাইদ জালালী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী সাহেদ, সিলেট বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান মাসুম। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থীকে প্রত্যয়নপত্র দিতে ঘুষ নেয়া এবং প্রতিবেদন দিতে মোটা অংকের ঘুষ দাবী একটি নজিরবিহীন ঘটনা। এ ঘটনায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মনে করে এ ঘটনায় দায়ী ব্যক্তি শিক্ষক পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। অধ্যক্ষ সাজিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রী সহ সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন বক্তারা।
উল্লেখ্য, দিরাই উপজেলার হাতিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী টিপু চৌধুরী নিজের বিশেষ প্রয়োজনে প্রত্যয়ন পত্র আনতে বিদ্যালয়ে গেলে অধ্যক্ষ এ কাজের জন্য তার কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেন। পরবর্তীতে প্রত্যয়নপত্রের তদন্ত প্রতিবেদন দিতে আরও ৫০ হাজার টাকা দাবী করেন অধ্যক্ষ। এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী টিপু চৌধুরী। টিপু চৌধুরী বলেন, অধ্যক্ষের ঘুষ গ্রহণ ও ঘুষ দাবীর মোবাইল কথোপকথনের অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap