সারাদেশ

দিরাইয়ে আলহাজ্ব মিয়াধন উল্লাহ স্মৃতি বৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

দিরাই প্রতিনিধি :: যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক খসরু মিয়ার পৃষ্ঠপোষকতায় পরিচালিত আলহাজ্ব মিয়াধন উল্লাহ স্মৃতি বৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিরাই উপজেলার ঐতিহ্যবাহী টংগর রাড়ইল জারলিয়া ও তারাপাশা ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় উপজেলা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা শুরু হয়। এরপর বেলা ২টায় পুরস্কার বিতরণপুর্ব আলোচনা সভায় মাওলানা আব্দুর রকীব এর সভাপতিত্বে ও মাওলানা হেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ কবির আহমদ, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল ছালাম, মাওলানা সৈয়দ উমেদ আলীসহ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় ১১ টি মাদ্রাসা থেকে মোট ৩৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে ১ম স্থান অর্জন করে টংগর রাড়ইল জারলিয়া ও তারাপাশা মাদ্রাসা ছাত্র মুহাম্মদ জাকারিয়া, ২য় ও ৩য় স্থান জামেয়া মুস্তাফিয়া শাল্লা মাদ্রাসা ছাত্র মাহবুব আলম ও জাহাঙ্গীর আলম, ৪র্থ স্থান টংগর রাড়ইল জারলিয়া ও তারাপাশা মাদ্রাসার ছাত্র ফাহিমুর রহমান, ৫ম স্থান চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার ছাত্র জাকির হুসাইন, ৬ষ্ঠ স্থান
তারাপাশা নুরুল উলুম মহিলা মাদ্রাসার ছাত্রী সৈয়দা সাওদা আক্তার, ৭ম স্থান টংগর রাড়ইল জারলিয়া ও তারাপাশা মাদ্রাসার ছাত্র মুস্তাকিম আহমদ, ৮ম স্থান জামেয়া মুস্তাফিয়া শাল্লা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান, ৯ম স্থান তারাপাশা নুরুল উলুম মহিলা মাদরাসার ছাত্রী সৈয়দা জান্নাতুল ও ১০ম স্থান অর্জন করে ভাটিধল মাদরাসা ছাত্র মাহিন হাসান।
বিজয়ী দশজনকে নগদ অর্থ পুরস্কার ও অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap