সারাদেশ

দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

দিরাই প্রতিনিধি:: বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পূজা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদূর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস রাজিয়া বেগম, প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল প্রমুখ।
পুজায় বিদ্যাদেবীর আরাধনা করেন সহকারী প্রধান শিক্ষক লালবাঁশী দাসসহ সকল সনাতন সহকারী শিক্ষকবৃন্দ ও সনাতন ছাত্রীরা। সন্ধ্যা আরতির মাধ্যমে পুজার সমাপ্তি ঘটে।
শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপর্ণা দে, কৃষ্টি রায়, হৃদি রায়, নবমিতা সরকার মাটি, অভিনন্দা, মঞ্জলী দাস, শাওন দাস প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap