সারাদেশ

দিরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে ‘দিরাই ছাত্রকল্যাণ পরিষদ-সোলেমান করিব ফুলু মেধাবৃত্তি পরীক্ষা -২০২২ এর পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। দিরাই ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সোলেমান কবীর ফুলু-এর পৃষ্ঠপোষকতায় এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১ ঘটিকায় দিরাই গণমিলনায়তনে পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সানজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত ভৌমিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট তোফায়েল আহমেদ, শিক্ষক নেতা গোলাম মোস্তফা সরদার রুমি, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, আইনজীবী এবায়দুর চৌধুরী মিশু, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক । প্রধান বক্তার বক্তব্য দেন, মেধা বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক সোলেমান করিব ফুলু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সৈয়দ আহমদ দুলাল, মোসারফ হোসেন, আবুল হাসান পাবেল, সজীব ভৌমিক, শাহাব উদ্দিন, দীপেন ভৌমিক, আব্দুল কাদির জিলানী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মালিহা তানজিম মাইশা।
স্বাগত বক্তব্য রাখেন, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আবু ওয়াক্কাস খান, গীতা পাঠ করেন সঞ্জীব চক্রবর্তী।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৭০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এরমধ্যে ৮০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার হিসাবে ক্রেস্ট, সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap