সারাদেশ

দিরাইয়ে নবীন শিক্ষকদের বরণ, শ্রেষ্ঠ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ২০২৩ সালে যোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ এবং ২০২২ সালের শ্রেষ্ঠ শিক্ষক ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দিরাই উপজেলা শাখা। শনিবার দুপুরে গণমিলনায়তন হলরুমে এ নবীন বরণ ও সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী শিক্ষক সমিতি দিরাই উপজেলা শাখার সভাপতি নরোত্তম রায়ের সভাপতিত্বে এবং সহসভাপতি মো: বকুল রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ গুলজার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক অসীম তালুকদারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলীমুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার রাজন কুমার সাহা, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিত চৌধুরী, সাধারণ সম্পাদক সুদিপ্ত দাস, শিপ্রা রায়, স্মৃতি রানী রায়, দিবাকর দাস, সহকারী শিক্ষক জালাল উদ্দিন মিয়া, সজিত মিয়া, জসিম উদ্দিন, প্রতিভা রানী দাস, নাজমুন নাহার চৌধুরী, তাপস চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিপিকা দাস, সহকারী শিক্ষক সমিতি দিরাই উপজেলা শাখার সহসভাপতি বিশ্বজিত দাস, অর্থ সম্পাদক বন মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক মো: উজ্জ্বল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক আবু হেনা চৌধুরী, নাজিয়া মাহমুদ মুক্তি, রা‌জিব তালুকদার, মোঃ মোজা‌ম্মিল চৌধুরী, সৌরভ, সুকান্ত হাজরা প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২২ সালে দিরাই উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাশ রানা ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিপ্রা রায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বদরুল হাসান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সানোয়ারা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত ১১ জন সহকারী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভার শুরুতে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন সহকারী শিক্ষক রাজীব তালুকদার, সৌরভ চৌধুরী, সৃষ্টি প্রিয়া চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক সুয়েদ আমীন। গীতা পাঠ করেন মনিকা রানী ধর।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap