সারাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মানুষ তৈরী করতে হবে – জয়া সেনগুপ্তা এমপি

নিজস্ব প্রতিবেদক ::   

দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আগে স্মার্ট  মানুষ তৈরি করতে হবে। তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক সংকট চলছে। এ সংকট মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে হবে। সততা, দায়বদ্ধতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ  হয়ে কাজ করলে সবধরনের সংকট উত্তরণ সম্ভব। এমপি বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্যবান্ধব কর্মসুচীসহ বিভিন্ন কর্মসূচি সরকার চলমান রেখেছে। কৃষি ও কৃষক রক্ষায় কৃষি খাতে সর্বোচ্চ ভর্তুকি দেয়া হচ্চে। মানুষ আজ নির্বিঘ্নে চলতে পারছে। 
রবিবার বেলা সাড়ে ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ইউএনও মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যন মঞ্জুর আলম চৌধুরী, অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ইউপি     চেয়ারম্যানগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন   ।                         
সভায় সরকারি খাস জমি নিয়ে বিরোধ ও অব্যবস্থাপনা এবং তা নিরসনে করনীয়, ডিলারদের মাধ্যমে কৃষকের মাঝে সার বিক্রি ও  সুষ্ঠ ব্যবস্থপনায় দরিদ্রদের মধ্যে চাউল বিক্রি, সেচ সংকট, হাওর রক্ষা বাধঁ নির্মাণে ধীর গতিসহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap